কিশোর গ্যাংয়ের ১৫ সদস্য রিমান্ডে

56

চসিক নির্বাচনের পর থেকে হাঙ্গামায় অস্থির আমবাগান এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় ১৫ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। গতকাল রোববার মহানগর হাকিম আদালতের বিচারক আসামিদেরকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বলে আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
খুলশী থানা পুলিশের এসআই মোহাম্মদ এনাম জানান, ২৬ ফেব্রূয়ারি আমবাগান এলাকায় সংঘাতের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ সোহেল নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষ গ্রূপের সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১৯ আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাদেরকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে আদালত ১৫ আসামির প্রত্যেককে ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এ ঘটনায় গ্রেপ্তার মো. আরিফুল হক আরিফ, মো. কবির ও মো. শহীদুল ইসলাম প্রকাশ আলমগীরসহ ১৫ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।