করোনা ভাইরাস চট্টগ্রামে একদিনে শনাক্ত সাতশ’র বেশি, মৃত্যু ৩

5

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে করোনা ভাইরাসের শনাক্ত ও হার বেড়েছে। এই সময়ে নতুন করে আরও ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত রবিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫০ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯৭ জন চট্টগ্রাম মহানগরে আর ১৪৫ জন উপজেলার। এর মধ্যে লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৫, চন্দনাইশে ১১, পটিয়াতে ২৬, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ২০, কর্ণফুলীতে ১, রাউজানে ১৫, হাটহাজারীতে ১১, ফটিকছড়িতে ১২, মিরসরাইয়ে ৩, স›দ্বীপে ৩ ও সীতাকুÐ উপজেলায় ১৩ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৬ হাজার ৭৯১ জন। বাকি ২৮ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।
চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চমেক হাসপাতালে আগের তুলনায় রোগীর চাপ বাড়ছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে চমেক হাসপাতালসহ নগরীর সরকারি-বেসরকারি ৭টি হাসপাতালে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ১৫২ জন। এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চমেক হাসপাতালে ৬৭ জন, বিআইটিআইডিতে ৭ জন, পার্কভিউ হাসপাতালে ১৮ জন, ম্যাক্স হাসপাতালে ১১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০ জন, সিএসসিআরে ১ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ১ জন এবং ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা।