ওয়ারেন্ট হওয়ার দুই ঘণ্টার মধ্যেই জামিন!

36

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে উত্থাপিত দেশের ২০ শীর্ষ ঋণ খেলাপির একজন ছাতা বিক্রি করে জনপ্রিয় হওয়া চট্টগ্রামের ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী সম্রাট। ছাতা বিক্রির সুনাম কাজে লাগিয়ে ভোগ্যপণ্য ব্যবসার নামে বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়েছেন ৫১১ কোটি টাকা। এর মধ্যে জেলও খেটেছেন, জামিনে বেরও হয়েছেন। সর্বশেষ গতকাল বেলা ১টায় প্রাইম ব্যাংকের ৮১ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। এমন নির্দেশের দুই ঘণ্টার মধ্যে পে-অর্ডারমূলে ৫০ লাখ টাকা জমা দিয়ে জামিনের আবেদন করেন সম্রাট। ৩০ দিনের মধ্যে ২ কোটি টাকা এবং অবশিষ্ট টাকা ৯০ দিনের মধ্যে পরিশোধের শর্তজুড়ে দিয়ে জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল বেলা ৩টায় বিচারক মুজাহিদুর রহমান এ নির্দেশ দেন। বেঞ্চ সহকারী রেজাউল করিম চৌধুরী পূর্বদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল প্রাইম ব্যাংকে জারি মামলায় ৭০ লাখ টাকা জমা দেওয়ার দিন ধার্য ছিলো। ২০ লাখ টাকা দাখিল করে বাকি ৫০ লাখ টাকার জন্য সময়ের আবেদন করলে নামঞ্জুর করে ৫ মাসের কারাদন্ডাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এমন আদেশের প দুই ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পে-অর্ডারমূলে জমা দেন ঋণ খেলাপি সম্রাট। পরে শর্তজুড়ে দিয়ে জামিন মঞ্জুর করেন আদালত। গত ২৪ জানুয়ারি দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ শীর্ষ খেলাপিদের কাছে মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা। এ তালিকায় ১৭ নং সিরিয়ালে থাকা সিদ্দিকী ট্রেডার্স-এর ঋণের স্থিতি ৬৭০ কোটি ৬৮ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৫৪১ কোটি ২০ লাখ টাকা।
উল্লেখ্য, ছাতা বিক্রি করে জনপ্রিয় হওয়া চট্টগ্রামের ছিদ্দিক ট্রেডার্স সাড়ে ৫শ কোটি টাকা ঋণ নিয়ে হঠাৎ করে ভোগ্যপণ্যের ব্যবসায় নামেন। এক বছরের মধ্যেই লোকসানে পড়ে ঋণখেলাপি হন।