ওমর-মেহবুবা জঙ্গি নন, তাদের মুক্তি দিন : মমতা

22

ভারতে কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে তোলপাড়ের মধ্যে এবার বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলাসহ তিনি উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেপ্তার হওয়া কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ অন্যান্যদের নিয়ে।
মমতা বলেছেন, ‘তারা কেউ জঙ্গি নন। কেন্দ্রীয় সরকারকে বলব, সবাইকে নিয়েই চলতে হবে। গণতন্ত্রের স্বার্থেই তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত’। খবর বিডিনিউজের
গত সোমবারই ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নেওয়ার প্রস্তাব রাজ্যসভায় পাস করিয়ে নিয়েছে সরকার। এর তীব্র বিরোধিতা করেছিলেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূল নেত্রী মমতা সোমবার রাত পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খুলে সংবাদমাধ্যমকে মমতা বলেছেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে বিল পাস করানো হয়নি। বিলের যোগ্যতা নিয়ে নয়, তবে পাশ করানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠবেই’। মমতার মতে, ‘কাশ্মীরেই সর্বদল বৈঠক ডাকা উচিত ছিল’।