এখন রেলের টিকেট কালোবাজারি আর নেই : রেলমন্ত্রী

5

বর্তমানে টিকেট কালোবাজারি নেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, আসন্ন ঈদ যাত্রায় ট্রেন যাত্রীদের ভোগান্তি কমাতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে; এর থেকে ভালো ব্যবস্থা হতে পারে না। এবার মানুষের কোনো অভিযোগ নেই।
গতকাল শুক্রবার দুপুরে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজ’র
রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আন্তঃনগর এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত শাটল ট্রেন চালু করা হবে বলেও এ সময় রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান।
এর আগে ‘হার পাওয়ার প্রকল্পে’র প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। রাজবাড়ি জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ি-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ উপস্থিত ছিলেন।