এক বছরে একই ভবনে দুই বিস্ফোরণ

5

উত্তর কাট্টলীর মরিয়ম ভিলা নামের ছয়তলা ভবনে এক বছরের ব্যবধানে দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুইবারই গ্যাস বিস্ফোরণ থেকে দুর্ঘটনা ঘটে। গত বছরের ৯ নভেম্বর সংঘটিত বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। সর্বশেষ গত সোমবার রাতে একই ভবনে আবারো বিস্ফোরণের ঘটনায় আগুন ধরে যায়। এতে ছয় জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলে একজন মারা যান। এ নিয়ে মরিয়ম ভিলায় দুই বিস্ফোরণের ঘটনায় ১৫ জন দগ্ধ ও চারজনের মৃত্যু হয়েছে। ভবন মালিক মমতাজ মিয়া ও কেয়ারটেকার আবুল হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আকবর শাহ থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ‘একই ভবনে গত বছরেও একবার দুর্ঘটনা ঘটেছিল। সেসময় ৯ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে একজন চট্টগ্রামে ও দুইজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভবনটিতে বারবার কেন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে।’
জানা যায়, উত্তর কাট্টলীর মরিয়ম ভিলায় গত বছরের নভেম্বরে সৃষ্ট বিস্ফোরণে মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮) দগ্ধ হন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম মারা যান। ষ পৃষ্ঠা ৭, কলাম ১.
ষ প্রথম পৃষ্ঠার পর
গত সোমবারের বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ছয়জন ভর্তি হলে এর মধ্যে একজন মারা যান।
গত বছরের দুর্ঘটনার পর তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলমের নেতৃত্বে পুলিশের একজন, ফায়ার সার্ভিসের একজন ও বিদ্যুৎ বিভাগের একজন সদস্য নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সেসময় জমা দেয়া তদন্ত প্রতিবেদনে সূত্র ধরে পুলিশ জানায়, আগের ঘটনাটি গ্যাসের চুলায় পানি ফুটাতে দিলে ফুটন্ত পানি পড়ে চুলা নিভে যায়। পরে চুলার গ্যাস বন্ধ না করায় ঘরে গ্যাস জমতে থাকে। এক পর্যায়ে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। সেসময় ভবন মালিকের দোষ না পাওয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয়রা জানান, মরিয়ম ভিলায় গত বছর দুর্ঘটনার পর থেকে ষষ্ঠ তলায় কেউ ওঠেনি। গত চারমাস আগে বাসাটি ভাড়া নেন জামাল শেখ। নিরাপত্তা কর্মী জামাল শেখ পরিবার নিয়ে সেই বাসায় বসবাস করতেন।
জামাল শেখের পুত্রবধূ দিলরুবা বেগম পূর্বদেশকে বলেন, ‘আমরা শুনেছি এ ভবনে একবার গ্যাস বিস্ফোরণ ঘটেছিল। কি কারণে ঘটেছিল তা জানতাম না। গত চার মাস আগেই আমরা এ ভবনে উঠেছি।’