একে একে মারা গেল একসঙ্গে জন্ম নেয়া ৪ শিশু

15

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কামরুন নাহার সুমু নামে এক নারী একসঙ্গে প্রিম্যাচিউর চার সন্তানের জন্ম দেন। তবে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে কেউই বেঁচে নেই।
কামরুন নাহার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারী শাহ আলমের স্ত্রী। অসুস্থ কামরুন নাহার হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন থাকায় তখনো জানেন না বিষয়টি।
এ ঘটনায় বাবা মো. শাহ আলম শোকে কাতর। সেই শোক ছড়িয়ে পড়ে তার সহকর্মী ও স্বজনদের মধ্যেও। গতকাল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারী শাহ আলমের স্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে প্রিম্যাচিউর চার সন্তানের জন্ম দেন।
শাহ আলম বলেন, গত বছরের এপ্রিলে আমাদের বিয়ে হয়। হঠাৎ জ্বর আসায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুমু। এরপর তাকে প্রথমে বন্দর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চমেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে একসঙ্গে চারটি ছেলে সন্তান প্রসব হয়। এর মধ্যে প্রথমটি মৃত ছিল। পরের তিনটি জীবিত ছিল। কিন্তু ৫ মাসের হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, চার সন্তানের নাম চার খলিফার নামে রেখে বন্দর কবরস্থানে দাফন করা হয়েছে।
বন্দর সিবিএ সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক বলেন, শাহ আলমের পরিবারে চারটি নবজাতকের জন্ম হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। বিষয়টি অত্যন্ত শোকের।