ঋণখেলাপি দম্পতিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

9

নিজস্ব প্রতিবেদক

মের্সাস সাইব স্টিল রি-রোলিং মিলস এর প্রোপাইটর ও গ্যারান্টার এর বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত । সিটি ব্যাংক খাতুনগঞ্জ শাখার আবেদনের প্রেক্ষিতে মেসার্স সাইব স্টিল রি-রোলিং মিলস এর মালিক ও প্রোপাইটর মিসেস ইসরাত জাহান মনি ও গ্যারান্টার আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা এর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দেন। গতকাল অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদেশের বিষয়টি অর্থঋণ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ মুক্তাদির মাওলা নিশ্চিত করেন। আদালত আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করার সাথে সাথে স্থলবন্দর, বিমানবন্দর, নৌ বন্দর ও ইমিগ্রেশন অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ডিক্রিদার বাদী সিটি ব্যাংক ওই ঋণ খেলাপির বিরুদ্ধে ৮ কোটি ১৩ লাখ ৪৪ হাজার ৯৯৮ টাকার জন্য অর্থঋণ মামলা ৮০/২০১৪ দায়ের করেন। মামলায় ব্যাংক রায়প্রাপ্ত হয়। অর্থঋণ মামলার প্রাপ্ত রায়ের টাকা আদায়ের জন্য সুদসহ বর্তমানে ৯ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ১৩৮ টাকার ১০৫/২০১৫ নং অর্থঋণ জারি মামলা দায়ের করেন। গত ২০১৫ সালের ৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক ১৫ কোটি ৫৬ লাখ ২২ হাজার ৬ টাকা পাওনা হয়। উক্ত জারি মামলায় ব্যাংকের কাছে কোনো বন্ধকী সম্পত্তি না থাকায় বাদী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে গত ৪ অক্টোবর আসামিপক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে আসামিগণ বসবাসের ঠিকানা পরিবর্তন করেন। আদালত ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে পুনরায় গত ৭ অক্টোবর নতুন ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। আদালতের আদেশ অমান্য করা, ব্যাংকের পাওনা পরিশোধ না করা এবং জনগণের টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিগণ বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন। এমন অভিযোগ ব্যাংক অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৫৭ ধারা মতে আসামিগণের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ প্রচারের আবেদন করে। এ আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিগণকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।