উপজেলা পর্যায়ে পটিয়ায় প্রথম এক হাজার আসনের অডিটোরিয়াম

20

পটিয়া প্রতিনিধি

উপজেলা পর্যায়ে পটিয়ায় প্রথম নির্মিত এক হাজার আসনের মাল্টিপারপাস অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অডিটোরিয়ামের ফলে পটিয়ার শিল্প সংস্কৃতির আরো বিকাশ হবে।
গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরী এ অডিটরিয়ামের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, পটিয়াকে প্রধানমন্ত্রীর ভালোবাসার আরেকটি উপহার হালো এ অডিটোরিয়াম। দেশের কোন উপজেলায় এত বড় অডিটোরিয়াম নেই। হুইপ সামশুল হক চৌধুরী উপজেলা পর্যায়ে এ প্রথম এক হাজার আসনের অডিটোরিয়াম পটিয়ায় নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অডিটোরিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, উপজেলা ভূমি কর্মকর্তা রাকিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি উপজেলা পটিয়া। এ কারণে পটিয়ায় এই ধরণের একটি অডিটোরিয়ামের দাবিদার ছিলো। সে মতে প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করেছেন। পটিয়ায় বড় একটি অডিটোরিয়াম নির্মিত হওয়ায় এ এলাকার মানুষ নানাভাবে উপকৃত হবেন। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে এ অডিটোরিয়াম করতে পেরে আমরাও আনন্দিত।