উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একজন গুলিবিদ্ধ

16

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এক সাব-মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তার সাথে থাকা আরো একজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তারা হলেন- মো. হোসেন ওরফে কালাবদা ও নুর বশর। তৎমধ্যে কালাবদা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর সাবমাঝি।
কয়েকজন রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ওয়েস্টের সাব মাঝি কালাবদার উপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।
১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-এ এর সাবমাঝি কালাবদার পেটের ডানপাশে অজ্ঞাতনামা রোহিঙ্গা দুষ্কৃতীকারীরা গুলি করে এবং কালাবদারের সঙ্গী রোহিঙ্গা বাশারকে তারা কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় কালাবদা কেএম এস এফ হাসপাতালে ও রোহিঙ্গা বাশারকে কুতুপালং গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । কালাবদা ও বাশারের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান চলছে।