আ.লীগের প্রার্থী তালিকা কেন্দ্রে যাচ্ছে ৪ অক্টোবর

51

রাহুল দাশ নয়ন

দ্বিতীয় ধাপে চট্টগ্রামের উত্তর জেলার তিন উপজেলার ৩৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামী ৪ অক্টোবর জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের সমন্বয়ে প্রস্তুতকৃত তালিকা কেন্দ্রে পাঠাবে উত্তর জেলা আওয়ামী লীগ। তার আগেই নির্বাচন হতে যাওয়া প্রতিটি ইউনিয়নে বর্ধিতসভা করে তৃণমূলের মতামত নিয়ে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এ তালিকা আজকের মধ্যে শেষ করে জেলায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান পূর্বদেশকে বলেন, ‘দলীয় গঠনতন্ত্র মোতাবেক সর্বনিম্ন তিন জনের নাম পাঠানো হবে। তবে তিনের অধিক প্রার্থীর নাম যাবে না এমনও নয়। ইউনিয়নের নেতাদের বর্ধিতসভা করে ২ নভেম্বরের (আজ) মধ্যে তালিকা পাঠাতে বলেছি। পরশুদিন আমরা পাবো।পরদিনই তা কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে। যাদের নাম আমরা পাঠাবো তারাই ফরম সংগ্রহ করতে পারবেন। এরপরও কেউ যদি আপত্তি তুলে কেন্দ্রে যান, তাদেরকে ফরম দেয়ার এখতিয়ার আছে কেন্দ্রের। পুরো প্রক্রিয়াটি দেখবে কেন্দ্র।’
তিনি বলেন, ‘কোথাও যাতে বিদ্রোহী প্রার্থী না থাকে, সে দিক বিবেচনা করে আমরা এগুচ্ছি। ফটিকছড়িতে কিছু ঝামেলা ছিল। সেখানে পরিবেশ ফেরানোর চেষ্টা করছি। দুই দফা বৈঠক করেছি। প্রয়োজনে আরও বৈঠক করবো। বিতর্কিত কেউ যাতে প্রার্থী হতে না পারেন, সে ব্যাপারে সতর্ক আছি আমরা।’
জানা যায়, সীতাকুন্ডের ৯টি, মিরসরাইয়ের ১৪টি ও ফটিকছড়ির ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো- সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুন্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর, মিরসরাইয়ের করেরহাট, হিঙ্গুলি, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, ওয়াহেদপুর, সাহেরখালী, ফটিকছড়ির বাগানবাজার, দাঁতমারা, নারায়নহাট, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, রোসাংগিরী, বক্তপুর, জাফতনগর, ধর্মপুর, আবদুল্লাহপুর, সমিতিরহাট ইউনিয়ন।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ থেকে ২৩ অক্টোবর আপিল করা যাবে। আর আপিলের নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
এদিকে কেন্দ্র থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে আগামী ২-৬ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন করতে ইচ্ছুক সকল প্রার্থীকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। অন্য সময় শুধুমাত্র জেলার পাঠানো তালিকায় নাম থাকা প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারলেও এবার সেটি তুলে দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘তৃণমূলের গণতান্ত্রিক প্রত্যাশার দিকে সম্মান দেখিয়ে আওয়ামী লীগ ফরম বিতরণ এবার উন্মুক্ত করা হয়েছে। তবে গঠনতন্ত্র মোতাবেক রেজুলেশন তালিকার ভিত্তিতেও ফরম বিতরণ করা হবে।’