আলো এবং অন্ধকার

27

 

 

মাটি যত শক্ত হোক না কেন বৃষ্টি ক্ষমতা রাখে সেই মাটিকে ভিজিয়ে সিক্ত-নরম করতে এবং মাটি যখন নরম হয়ে যায় তখন জলের সাথে মিশে মাটি আর জলের যে মিলন ঘটে সে মিলন চোখে দেখা না গেলেও অনুভূতির অনুভবে যা সৃষ্টি হয় সে সৃষ্টি কারো জীবনে অদ্ভুত ছায়া ফেলে।
আবার মাটির অবস্থান যতই নিচে হোক না কেন মাটিও ক্ষমতা রাখে বৃষ্টিকে তার দিকে আকর্ষণ করতে। এটা প্রকৃতির নিয়ম হলেও আমার কাছে মনে হয় সৃষ্টির আসল সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না কিংবা বুঝতে পারি না।
আকর্ষণ করবার ক্ষমতা শুধু একচেটিয়া মানুষেরই নয় প্রকৃতিরও আছে। এ জন্য বোধহয় অনেক সময় উপমা হিসেবে আমরা প্রকৃতিকে বেছে নেই।
আমাদের জীবনে দিনের আলোয়ের যেমন প্রয়োজন আছে ঠিক তেমনই রাতের অন্ধকারেরও প্রয়োজন আছে। দুটোর একটিকে বাদ দিলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। দিনের আলো আমাদের বাস্তবতা দেখায় আর রাতের অন্ধকার স্বপ্ন দেখায়। স্বপ্ন আছে বলেই আমরা রূঢ় বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাই।