আমিরাতে ৫০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

52

ইউএই প্রতিনিধি

বাংলাদেশের ঢাকা প্রবাসী শারজাহর তরুণ ব্যবসায়ী আরিফ খান আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রি’র এবারের বিগ টিকেটে জয়ী হয়ে জিতেছেন ২০ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি প্রায় অর্ধ শত কোটি টাকা। তার একার নামে কেনা টিকেট ১৪৪৪৮১ যখন মেগা ড্র জিতল তখন তিনি তা শুনে বিশ্বাসই করতে পারছিলেন না। ৩৬ বছর বয়সী আরিফ খানের শারজায় একটি মোটর রিপেয়ারিং ওয়ার্কশপ আছে।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল,২০ মিলিয়ন দিরহামে বাংলাদেশের কত টাকা হয়? -জবাবে, তিনি অনেকক্ষণ গোণাপড়া করে শেষ পর্যন্ত হিসাব মেলাতে না পেরে হাল ছেড়ে দেন।
এই বিশাল অর্থ দিয়ে কি করবেন? -তার উত্তরে আরিফ খান বললেন, এ নিয়ে এখনো কোন প্ল্যান নেই।
আরিফ ১২ বছর সৌদি আরবে ছিলেন। সেখানে ব্যবসায় লোকসান দিয়ে, শারজায় চার বছর ধরে আছেন, এখানে ব্যবসা ভাল চলছে জানিয়ে তিনি নিজেকে ‘একজন সুখী মানুষ মনে করেন’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমার দুটি সন্তান, স্ত্রী ও বাবা-মা আছেন। ভাইয়েরাও এখানে ব্যবসা করেন।
আরিফ খান বলেন, পৃথিবীতে টাকা অনেক বিপজ্জনক বস্তু। আমি এই টাকা দিয়ে অন্যের উপকার করতে চাই। এই টাকার মোহে আমি নিজেকে বদলে ফেলতে চাই না। আমি আমার ব্যবসা ও জীবন নিয়ে অনেক সুখী।