আগ্রাবাদে গুঁড়িয়ে দেওয়া হল বহুতল ভবনের অবৈধ অংশ

7

আগ্রাবাদ মোগলটুলী এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকার মো. জানে আলমের বহুতল ভবনে সিডিএ’র ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী। এর আগে একই ভবনে গত ৭ জুন অভিযান পরিচালনা করেছিল সিডিএ।
সিডিএ সূত্রে জানা যায়, ১০ তলা ভবনের অনুমোদন নিয়ে ১২ তলা নির্মাণ করেন মো. জানে আলম। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে পার্কিংয়ের স্থানে ফ্ল্যাট ও দোকান নির্মাণ করা হয়। এ ঘটনায় এডভোকেট তালেব বাদী হয়ে হাইকোর্টে নকশা বহির্ভূত ভবন তৈরির বিষয়ে মামলা করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট সিডিএকে ওই ভবনের নকশা বহির্ভূত অংশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রতিবেদন জমা দিতে বলেন।
সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী বলেন, ১০ তলা ভবনের অনুমতি নিয়ে ১২ তলা নির্মাণ করায় অবৈধ অংশ অপসারণ করা হয়েছে। ৭ জুনও আমরা অভিযান পরিচালনা করেছিলাম। তখন হাইকোর্টের একটা অর্ডার জমা দিয়েছিলেন ভবন মালিকের আইনজীবী। এখন কোর্টের আদেশ নিয়ে আমরা ভবনটিতে আবার অভিযান পরিচালনা করেছি। ভবনটির অবৈধ অংশ অপসারণ করা হয়েছে।