অর্থযোগান শেষ হলে আগামী বছর কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু

49

নিজস্ব প্রতিবেদক ও বোয়ালখালী প্রতিনিধি

‘কর্ণফুলী নদীর ওপর নতুন সেতু নির্মাণে ফান্ডিংয়ের (অর্থ যোগান) কাজ এই বছরের মধ্যে চূড়ান্ত করতে চায় রেলওয়ে। আগামী বছরের শুরুতে নতুন সেতুর নির্মাণ কাজ যাতে শুরু করা যায় এ লক্ষ্য রেখেই কাজ চলছে।’ গতকাল শুক্রবার বিকেল ৫টায় কালুরঘাট সেতু পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি জানান, ‘কালুরঘাট সেতু সংস্কারের জন্য বুয়েটের সাথে যে চুক্তির কথা রয়েছে তা এখনো চূড়ান্ত হয়নি। তা চূড়ান্ত করার আগে বুয়েটের শর্তগুলো যাচাই করে দেখা হচ্ছে। বিট্রিশ আমলে নির্মিত মেয়াদ উত্তীর্ণ স্টিল কাঠোমোর কালুরঘাট সেতুটি বার বার সংস্কার ও তালিজোড়া দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এ সেতু দিয়ে চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন ও যানবাহন পারাপার হয়। তাই নতুন সেতু না হওয়া পর্যন্ত টেম্পোরারিভাবে কালুরঘাট সেতু সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।’
সচিব আরো বলেন, ‘দোহাজারী-কক্সবাজার ঘুমধুম পর্যন্ত নির্মাণাধীন রেল লাইন প্রকল্পের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ সেতু নির্মাণের আগেই কালুরঘাট সেতু দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রেল চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ মহাযজ্ঞ বাস্তবায়নে দ্রæত কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।’
এ সেতুটিকে ২০১১ সালে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর একদল গবেষক ঝুঁকিপুর্ণ ঘোষণা করেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন সড়ক কাম রেল সেতুর দাবি জানায় চট্টগ্রামবাসী। দাবির প্রেক্ষিতে নতুন সেতু নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গতকাল সকালে রেল মন্ত্রালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর চট্টগ্রাম সফরে আসেন। সকাল ৯টায় তিনি চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন করে সেখানে যাত্রীদের সাথে কথা বলেন। যাত্রীরা যাতে পর্যাপ্ত রেলসেবা পায় সেজন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। পরে সিজিপিওয়াই এলাকায় আইসিডি পরিদর্শনে যান। দুপুরে সিআরবি মসজিদে নামাজ আদায় করে বিকালে কালুরঘাট সেতু পরিদর্শন করেন। এসময় রেলওয়ে মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
আজ দোহাজারি-কক্সবাজার রেললাইন পরিদর্শন করবেন রেলসচিব। আগামীকাল (রবিবার) রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ পরিদর্শন শেষে সীতাকুন্ডের কুমিরায় টিবি হাসপাতাল ও রেলভূমি পরিদর্শন শেষে বিকালে সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরবেন। সিআরবির বেসরকারি হাসপাতাল প্রকল্পটি কুমিরায় সরিয়ে নিতে রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে সেটির বর্তমান অবস্থা দেখতেই সচিব সীতাকুন্ডে যাবেন বলে জানা যায়।
রেল মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মো. মাহবুবুল হক পূর্বদেশকে বলেন, ‘মন্ত্রী মহোদয় স্বাভাবিক পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প কাজ পরিদর্শন করছেন। তিনি রেল স্টেশনসহ যেসব স্থাপনা পরিদর্শন করেছেন সেখানে সেবার মান ঠিক রাখার কথাই বলেছেন।’