অটিজম নিয়ে নাটক ‘প্রেরণা’ মঞ্চায়ন আজ

16

 

পদাতিক নাট্য সংসদ-বাংলাদেশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট এর প্রথম সারির একটি সংগঠন। ১৯৭৮ সাল থেকে পদাতিক সংস্কৃতির সকল শাখায় পদচারণার মাধ্যমে দীর্ঘ ৪৩ বছর ধরে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত থেকে দেশ গঠনে ভূমিকা পালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিমন্ডলের এক অশুভ শক্তি ‘অটিজম’ নিয়ে পদাতিক নাট্য সংসদ-বাংলাদেশ ২ এপ্রিল World Autism Awareness Day-তে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন করেছে তাদের ৩৩তম প্রযোজনা ‘প্রেরণা’। রচনা ও নির্দেশনায় সাবিল রেজা চৌধুরী। অটিজম দ্রুত গ্রাস করে চলেছে গোটা বিশ্ব। এই অশুভ শক্তির বিরুদ্ধে সামাজিক গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পদাতিক দেশের প্রতিটি জেলায় এর মঞ্চায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ ৮ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট এবং ৯ অক্টোবর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর মাধ্যমে এর শুভ সূচনা করতে যাচ্ছে। নাটকে প্রেরণা অটিজম এবং সুইড বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করবে। নাটকের প্রতিটি প্রদর্শনীর টিকিট বিক্রির অর্থের একটি অংশ পদাতিক প্রদান করবে বিশেষ শিশুদের কল্যাণে। নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক আবদুস সেলিম। বিজ্ঞপ্তি