আফতাবুর রহমান শাহীনের ত্যাগ দল আজীবন স্মরণ রাখবে

6

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আফতাবুর রহমান শাহীনের ত্যাগ বিএনপি আজীবন স্মরণ রাখবে। ছাত্রদল থেকে গড়ে ওঠা আফতাবুর রহমান শাহীন বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালীন সময় দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার ও কারাবরণ করেছেন। কারাগারেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরবর্তীতে ২০২১ সালের ২৩ এপ্রিল বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার বাদে আছর বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আফতাবুর রহমান শাহিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি আয়োজিত স্মরণসভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দলের দুঃসময়ের কান্ডারী, ত্যাগী ও দানবীর আফতাবুর রহমান শাহিনের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জেল-জুলুম হুলিয়া উপেক্ষা করে বাকলিয়া থানা বিএনপিকে সুসংগঠিত করতে দলের যেকোন কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রাখতেন তিনি। ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইউনুছের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী আসু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা এ কে এম পেয়ারু, মোহাম্মদ এস এম সেলিম, বিএনপি নেতা তাহের জামাল, নুরুল আলম কালু, আব্দুল মান্নান খান, মহানগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মো. সালাউদ্দিন চৌধুরী বাসু, মো. জসিম, মো. জাফর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসহাক, বিএনপি নেতা মো. শাহজাহান, আখতারুজ্জামান রাশেদ, গুলজার হোসেন লেদু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেন, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ শামীম, ওমর ফারুক, মো. জনি, আব্দুল বারেক, মোহাম্মদ মানিক, মোহাম্মদ বেলাল, মো. রশিদ, মোহাম্মদ হৃদয় প্রমুখ। বিজ্ঞপ্তি