স্বাচিপ চট্টগ্রাম জেলা ও চমেক শাখার সম্মেলন

6

আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার সম্মেলন গত ২২ এপ্রিল সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীরোত্তম মিলনায়তনে সংস্থার চট্টগ্রাম জেলা শাখার আহব্বায়ক ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় মহাসচিব ডা. মোহাম্মদ কামরুল হাসান মিলন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল খান, চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, স্বাচিপ চট্টগ্রাম জেলার সচিব ডা. শরীফসহ সংস্থার কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনের শুরুতে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা না হলেও চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ডজনখানেক নাম প্রস্তাব আসে। জেলা সভাপতি পদে কমিটির বর্তমান আহŸায়ক ডা. শেখ শফিউল আজম, সচিব ডা. শরীফ ও ডা. সেলিম আক্তার চৌধুরীর নাম প্রস্তাব হয়, সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব আসে বর্তমান সচিব ডা. শরীফ, স্বাচিপ সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজ, বিএমএর চট্টগ্রাম কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমিনের। এছাড়াও চমেক শাখার সভাপতি পদে নাম প্রস্তাব হয় অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, ডা. রফিকুল মাওলা, চমেক শিক্ষক সমিতির সভাপতি ডা. মনোয়ারুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. রবিউল করিম, ডা. মিজানুর রহমানের। সাধারণ সম্পাদক পদে নাম আসে ডা. রেজোয়ান রেহান, ডা. প্রণয় দত্ত, ডা. রবিউল করিম, ডা. বিপ্লব বড়ুয়া, ডা. ধীমান বড়ুয়া। বিজ্ঞপ্তি