ইউএস বাংলাদেশ এলামনাই নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

4

ট্টগ্রামস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আমেরিকান কর্নারে গতকাল ইউএস বাংলাদেশ এলামনাই নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইউএস বাংলাদেশ এলামনাই এর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, মার্কিন দূতাবাসের উর্ধতন কর্মকর্তা পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিপেন এফ. ইবেলি এবং প্রিন্সিপাল ডেপুটি স্পোকপার্সন আশা সি. বেহ্ উপস্থিত ছিলেন। উপাচার্য মার্কিন রাষ্ট্রদূত, দূতাবাসের উর্ধতন কর্মকর্তা ও উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠা, এ বিশ্ববিদ্যালয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একচেঞ্জ প্রোগ্রাম, রিচার্স কোলাবরেশন, সর্ট টাইম ভিজিট, লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি) ইত্যাদি বিষয়ে সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি