সূচকের টানা পতনে বিক্ষোভ

32

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (১০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। এ নিয়ে চলতি সপ্তাহে চারদিনই সূচকের পতন হয়েছে। সূচকের অব্যাহত পতনে বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট এবং সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮২ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯৮ ও ১৮৬০ পয়েন্টে। বার্তা সংস্থার খবর