সিনিয়র চিকিৎসককে মারলেন ইন্টার্নরা

81

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক সিনিয়র চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় অপারেশন থিয়েটার রুমে এ ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মারামারির মতো কোন ঘটনা ঘটেনি। এ সংক্রান্ত কোন অভিযোগও দেওয়া হয়নি।
তবে হাসপাতালে দায়িত্বরত একাধিক চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় অপারেশন থিয়েটার রুমে রোগীর অপারেশন চলাকালে ইন্টার্ন শিক্ষার্থীরা অতিমাত্রায় শব্দ করে কথা বলতে থাকেন। এ সময় অপারেশনের দায়িত্বে থাকা হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মো. মহসীন উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেন। এ নিয়ে ইন্টার্ন শিক্ষার্থীরা তার বিরুদ্ধে সিনিয়রদের কাছে অভিযোগ করেন। পরে ডা. মহসীনকে এনেসথেসিয়া বিভাগের একটি রুমে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়। ঘটনার পর সিনিয়র চিকিৎসকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ বলেন, ‘এ বিষয়ে কোন অভিযোগ আমার কাছে আসে নাই। তবে ওটিতে বাকবিতন্ডা হয়েছে বলে শুনেছি। এরপর আমি গিয়ে ওই ধরনের কোন ঘটনা দেখি নাই। যারা ক্ষতিগ্রস্ত, তারা যদি কোন অভিযোগ না করে; তাহলে তো বলতে পারি না-ঘটনা ঘটেছে।’