মুজিব নগর দিবসে মুজিব বর্ষের অরিয়েন্টেশন

89

বঙ্গবন্ধুর নাম কোনোদিন মুছে ফেলা যাবে না যতদিন এই বাংলাদেশ থাকবে। মুজিব বাংলার পদাবলি মুজিব বাংলার হাজার বছরের ইতিহাসের ধারক, মুজিব বাংলার সকল ইতিহাসের সফল পরিণতির নাম। মুজিব বাংলার হাজার বছরের স্বাধীনতা এনে দিয়েছিল। তাই এই অরিয়েন্টশনের কোর্সের যারা আয়োজন করেছে তাদেরকে বলবো মুজিবকে জানলে বাংলাদেশ জানা হয়ে যাবে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির আয়োজনে মহানগরের আহব্বায়ক মছরুর হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য হোসেন সরওয়ার্দীর সঞ্চালনায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলরুমে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) পালন উপলক্ষে অরিয়েন্টশন কোর্সের নির্ধারিত বিষয় বঙ্গবন্ধু-বাংলাদেশ সম্পর্কে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ও প্রশিক্ষকের বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাঙালিকে মাথা নত না করার জন্য বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। প্রতিবাদের যে তীব্রভাষা দিয়েছেন আমাদের এই রকম ভাষা কোন নেতা দিতে পারেনি। তাই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য তিনি সকল মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নিরস্ত্র বাঙালিকে জাগিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার সুফল এদেশের মানুষ পেয়েছে। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেনবীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সাবেক কমান্ডার ফাহিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সাবেক কমান্ডার মো. ইদ্রিস, বাদশা মিয়া, পটিয়ার উপজেলার সহকারী কমান্ডার কামাল আহমেদ, লিয়াকত হোসেন, জালাল উদ্দিন মুন্সী, মনসুর আহমেদ, মানিক মিয়া, রাখাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার আহব্বায়ক নাজমুল হাসান পিন্টু, সদস্য সচিব ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহব্বায়ক ইফতেখার সাঈদ সরদার, আলী হায়দার, জেলার যুগ্ম আহব্বায়ক আসহাব উদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগর সদস্য মো. শাহজাহান, শেখ সাদী, সদস্য আশরাফ উল্লাহ, মহানগর সদস্য দিদারুল আলম, জিসান, মো. ইমরান, বেলাল, জসিম উদ্দিন, আবু হানিফ সিদ্দিকী, প্রসেনজিৎ দাশ, নাছির উদ্দিন, রোমেন, লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি