বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই : মোমেন

37

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশের ভাবনার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘এনআরসি তালিকাটি একান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। এই বিষয়টি কখনও বাংলাদেশের ইস্যু হিসেবে ওঠানো হবে না।’
গতকাল শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি একথা বলেন। খবর বাংলা ট্রিবিউনের
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, “আপনারা নাকি এনআরসি তালিকা করছেন। এমনিতেই বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গা নিয়ে হিমশিম খাচ্ছে।” তখন তিনি প্রকাশ্যেই ওই কথা বলেছিলেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসামের এনআরসি বিষয়ে কোনও নির্দেশনা আছে কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এ নিয়ে কোনও আলোচনায় বসিনি। যেহেতু ভারত আমাদেরকে বলেছে, এনআরসি বাংলাদেশের ইস্যু হবে না। সেই বিশ্বাস থেকেই এ বিষয়ে আমরা কোনও ধরনের আলাপ করিনি।’