পেকুয়ার মগনামায় ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

81

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা আজগর আলী সিকদার বাড়ি সীরাত কমিটি ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থ্যা(ইক্বরা) এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩৯তম সীরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আজগর আলী সিকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইউনুচ সুলতানীর সভাপতিত্বে ৩৯তম সীরাত মাহফিল উপলক্ষে দেশের খ্যাতনামা বক্তারা তফসির পেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। উদ্বোধক ছিলেন- মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুর। বিশেষ মেহমান হিসাবে তফসির পেশ করেন সাতকানিয়া আলিয়া মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুল আলম। এদিকে বাদে এশার পর শুরু হয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত ক্বারীগণ কুরআনে তিলাওয়াতে অংশ নেয়। ৬ দেশের ক্বারীদের কন্ঠে মহাগ্রন্থ আল কুরানের ঐশীরবাণীর ধ্বনিতে মুখরিত হয়েছিল ঐতিহাসিক মগনামার সীরাত মাঠ। ওইদিন উপস্থিত হাজার হাজার মুসলিম জনতার মাঝে কুরআনে তিলাওয়াত করেন- আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা) এর সভাপতি আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), শায়খ ক্বারী কারীম মানসূরী (ইরান), শায়ক ক্বারী আদিল আল্ বায (মিসর), শায়খ ক্বারী আহমাদ আল খালদী (মরক্কো), শায়খ ক্বারী মুয়ায মুস্তফা প্রানন (থাইল্যান্ড) ও শায়খ ক্বারী হোসাইন তুরকান (তুরস্ক)।