দেশে ভূমিহীন কেউ থাকবেনা : ভূমিমন্ত্রী

92

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘দেশে ভূমিহীন কেউ থাকবেনা, সবাইকে সরকার ভূমির ব্যবস্থা করবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। ইতিমধ্যে সারাদেশে ৩০ হাজার আশ্রয়ন প্রকল্পের কাজ চলছে। তারমধ্যে ১২ হাজার প্রকল্পে ভূমিহীনদের পুনর্বাসন করা হয়েছে। ভূমির সেবা মানুষের কাছে পৌঁছাতে প্রাথমিকভাবে ৯০ দিনের কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে আগামী ৫ বছরে তার দ্বিগুণ উন্নয়ন হবে।
শনিবার বিকালে উপজেলার নবনির্মিত ‘আখতারুজ্জামান চৌধুরী বাবু মুক্তমঞ্চে’ কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, কর্ণফুলী টানেলের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের টাকা প্রদানে কিছু অভিযোগ আমি পেয়েছি। এখানে এল এ শাখার কর্মকর্তারা আছেন। তারা আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করবেন। আনোয়ারায় কর্ণফুলী টানেল, চায়না, কোরিয়ান ইকোনমিক জোন স্থাপিত হচ্ছে। আগামীতে আরো উন্নয়ন হবে। এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে।
চট্টগামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুব উল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য জাফর উদ্দিন চৌধুরী, মো. কলিম উদ্দিন, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন কর্মকান্ডে দুর্র্নীতিতে জিরো টলারেন্স দেখানো হবে। কেউ দালালদের কাছে যাবেন না। কোনো অভিযোগ থাকলে সরাসরি আমার কাছে যাবেন। এর আগে ভূমিমন্ত্রী নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আখতারুজ্জামান চৌধুরী বাবু মুক্তমঞ্চ, হাজীগাঁও গুচ্ছগ্রাম-২, উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্ণফুলী টানেলের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ করেন।