জালিয়াতি মামলায় সাত আসামি কারাগারে

63

পতেঙ্গায় জালিয়াতির একটি মামলায় ৭ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল শুক্রবার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এ আদেশ দেন।
আসামিরা হলো, পতেঙ্গার মৃত দুলা মিয়ার পুত্র মো. নুরুল আমিন প্রকাশ লেদু সওদাগর (৫৮), লেদু সওদাগরের পুত্র এজাহার (২৯), শামসুল আলমের পুত্র মো. রফিক (২৭), কর্ণফুলীর মরহুম মৌলভী সৈয়দুল হক খানের পুত্র মো. আবু রাশেদ খান (৬০), আনোয়ারার মৃত মোজাহেব মিয়ার পুত্র মো. হাসান (৪০), বাকলিয়ার মরহুম নুর মিয়ার পুত্র মোহাম্মদ ইমরান (৩২), মো. নুরুল ইসলাম (৬০)।
আদালত সূত্রে জানা যায়, পতেঙ্গার কাঠগড়ের হিন্দুপাড়ার ১নং গলিতে বসবাসরত গোপাল দেব বাদি হয়ে গত ৮ সেপ্টেম্বর চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ সিআর মামলা (নং-৫৭৭/১৮) দায়ের করেন। জালিয়তির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেয়। গত ২৪ জুলাই পিবিআই এর তদন্তে বিবাদীরা অভিযুক্ত বলে প্রমাণিত হয়। এতে আদালত গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। এর ফলে বিবাদীরা উচ্চ আদালতে গিয়ে ৬ সপ্তাহ জামিন নেন। গত ৫ ডিসেম্বর জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।