গন্তব্যের আগেই যাত্রী নামিয়ে দেয়ায় ৯ চালককে জরিমানা

137

নির্ধারিত ভাড়া নিয়ে গন্তব্যের আগেই যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেয়ার অপরাধে ৯ গাড়ির চালককে জরিমানা করেছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের মোট ৯ চালককে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে বিএরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার পুরাতন রেলওয়ে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর। অভিযানে নির্ধারিত গন্তেব্যের আগেই যাত্রীকে নামিয়ে দেয়ার অপরাধে ৯ গাড়ির চালককে জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলায় ১ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক। অভিযানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ৬টি মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ির কাগজপত্র।
এর আগে গত ২৫ এপ্রিল একই স্থানে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মনজুরুল হক। উক্ত অভিযানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী রুটের ৪টি বাসকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং বাসগুলোর কাগজপত্র জব্দ করেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক জানান, দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন যাবত চালক-হেলপারদের কাছে জিম্মি হয়ে আছে। বিশেষ করে বৃহস্পতিবার ও যেকোনও বন্ধের আগের দিন এসব রুটে নৈরাজ্য নেমে আসে। যাত্রীদের জিম্মি করে ইচ্ছামতো ভাড়া আদায় করা হয়। যাত্রীরাও এ বিষয়ে নিজেদের অসহায়ত্ব ও হতাশা প্রকাশ করেন। বিষয়টি আমি আন্তরিকভাবে দেখছি। যাত্রী হয়রানির বিষয়ে ভবিষ্যতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।