কাল এসএসসির ফল প্রকাশ

55

আগামীকাল (সোমবার) প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।
তিনি আরও জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত আবেদন করা যাবে।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যান্য বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দিতেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তাঁর অনুমতিক্রমে এ ফল প্রকাশ করা হচ্ছে।
পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রধানগণ নিজস্ব প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে এবং পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট () থেকে ফল সংগ্রহ করতে পারবেন।