আনোয়ারা

26

আনোয়ারা প্রতিনিধি

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
গত শনিবার রাত ১২ টার দিকে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
প্রার্থীদের তালিকায় এবার নতুন চমক এসেছে। ছয়টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আর বাকী চার ইউনিয়নে নতুনদেরকে এবারে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং বৈরাগ ইউনিয়নে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নোয়াব আলী, ২নং বারশত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ৩নং রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জানে আলম, ৪নং বটতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ৫নং বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল ইসলাম চৌধুরী, ৬নং বারখাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হাসনাইন জলিল চৌধুরী শাকিল, ৭নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ৯নং পরৈকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ও ১০নং হাইলধর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন।
তবে কয়েকটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা মনোনয়ন বঞ্চিত হওয়ায় এসব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকার আশঙ্কা করছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, পঞ্চম ধাপের তফসিলে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১১ডিসেম্বর, আপিল ১২-১৩ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৫-১৬ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৯ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।