বান্দরবানে বিলুপ্তপ্রায় প্রাণী গয়ালপালন প্রশিক্ষণ মমতার

17

মমতা পরিচালিত গয়াল প্রকল্পের উদ্যোগে গত ৩১ জানুয়ারি দিনব্যাপী “গয়াল পালনে বিষয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলি গ্রামে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেবুল হক তরফদার অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বান্দরবান সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার সেন, মমতার সহকারী পরিচালক মু. এনামুল হক, মমতা বাজালিয়া শাখা ব্যাবস্থাপক, সহকারী কারিগরী কর্মকর্তা, সফল গয়াল উদ্যোক্তা, গয়াল বাজারজাতকারী, গয়ালের মাংস উৎপাদনকারী, গয়ালের মাংস বিক্রেতা সহ আরও অনেকে।
কর্মশালায় পাহাড়ে ও খামারে গয়াল পালনের উলে­খযোগ্য পার্থক্য, গয়াল পালনে সফল খামারিদের সফলতার গল্প, গয়াল বাজারজাতকারী মাধ্যমে গয়ালের বাজার সংযোগের উন্নয়ন বিষয়ে দলগত কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কর্মশালায় ২৫ জন নারী উদ্যোক্তার পাশাপাশি মোট ৫০ জন অংশ নিয়েছেন।
বিলুপ্তপ্রায় বন্য গরু বা গয়াল সংরক্ষণ ও এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষাকল্পে সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা কর্ম এলাকার জনসাধারণকে গৃহপালিত পশু হিসেবে লালন পালনে ও খামারিদের মধ্যে জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও বান্দরবানের সুয়ালক এলাকায় বন্য গরু বা গয়াল প্রকল্প বাস্তবায়ন করছে মমতা। বিজ্ঞপ্তি