আমরা কলেজিয়েট-৭৪ এর বন্ধু সমাবেশ

15

“প্রীতির বন্ধনে স্মৃতির আলপনা আঁকি” শিরোনামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৭৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা ৪৮ বছর পর “আমরা কলেজিয়েট ’৭৪” নামের ব্যানারে বন্ধু সমাবেশের আয়োজন করে গত ৮ অক্টোবর। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সন্ধ্যা সাতটায় আয়োজিত সমাবেশে দেশ-বিদেশের প্রায় শতাধিক সতীর্থ অংশগ্রহণ করেন। সতীর্থ দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক এবং ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্র প্রবাসী এক সময়ের কৃতি ফুটবলার কামাল মোহাম্মদ আনোয়ার, সাবেক দৌড়বিদ খাজা মোহাম্মদ জাহাঙ্গীর এবং আইনজীবী ড. মোহাম্মদ আলীর সার্বিক তত্ত¡াবধানে বন্ধু সমাবেশে কৈশোরের মধুমাখা স্মৃতিচারণ করেন প্রকৌশলী কাওসার জামান, প্রকৌশলী সলিমুল্লাহ খান, প্রকৌশলী তমাল নন্দী, শিল্পপতি তারেক হোসেন, ক্লিপটন গ্রæপের এস্টেট অফিসার সৈয়দ মোহাম্মদ সেলিম, অরিন্দম নাট্য সম্প্রদায়ের সংগঠক ফজলুস সোবহান বাবু, চট্টগ্রাম বন্দরের সাবেক জনসংযোগ কর্মকর্তা ওয়াহিদ সিকদার, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, সাবেক লায়ন গভর্নর মোস্তাক হোসাইন, সাংবাদিক জোবাইর সিদ্দিকী প্রমুখ। বন্ধু সমাবেশে পুরোনো দিনের গান পরিবেশন করে আবেগঘন পরিবেশ তৈরি করেন শিল্পী অনামিকা তালুকদার এবং ব্যান্ড দল সোলস’র প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী তৌহিদুল আলম। বিজ্ঞপ্তি