জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যানের সাথে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

7

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস আখতার চৌধুরী জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যান মনোনিত হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১২টায় প্রথমবারের মত অফিসে আসলে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কার্যালায়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অফিসে কর্মরত স্টাফদের সাথে মতবিনিময় করা হয়। গত ২৩ এপ্রিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিলকিস আখতার চৌধুরীকে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যান করা হয়।
নারী নেত্রী ও শিক্ষাবিদ সৈয়দা আমেনা ছিদ্দিকা, নারী নেত্রী ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, নারী নেত্রী নাজিয়া বিনতে আবেদীন, নারী নেত্রী রৌশন আক্তার এসময় উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কর্মকর্তা শাহানা পারভীন, সংস্থার ট্রেড প্রশিক্ষক মোছাম্মৎ রুশ্নী আক্তার, প্রশিক্ষণ কর্মকর্তা সায়মা নওসীন লুনা, প্রশিক্ষণ কর্মকর্তা দিয়োলারা কায়েস সুমি, রিসোর্সপার্সন জহিরুল ইসলাম ও শাহাদাত হোসেন মজুমদার প্রমুখ। এসময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বিলকিস আখতার চৌধুরী বলেন, সবাই সততা এবং আন্তরিকতার সাথে যেন দায়িত্ব পালন করে। সরকারের উন্নয়ন কর্মকাÐ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং পিছিয়ে পড়া নারী সমাজকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী এবং মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি চেমন আরা তৈয়বের হাত শক্তিশালী করার অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তি