চন্দনাইশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সভা

6

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ সময়কাল বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল জাতি গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। চন্দনাইশে মুজিবর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার ইমিতিয়াজ উদ্দিন আসিফ এসব কথা বলেন। তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চন্দনাইশে বিজয় র‌্যালির আয়োজনসহ গৃহীত সকল কর্মসূচিসমূহে বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহŸান জানান। চন্দনাইশ উপজেলায় সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট নজরুল ইসলাম সেন্টু’র সভাপতিত্বে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। বক্তব্য দেন মো. মোরশেদুল আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আজাদ হোসেন টিপু, জসিম উদ্দিন, মো. ইব্রাহিম, মো. শওকত খান, মো. সুমন, মো. জহির উদ্দিন, মো. আনোয়ার শহীদ টুনু, কামরুজ্জামান বিটন, সাজ্জাদ হোসেন তোহা, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম আরজু প্রমুখ। বিজ্ঞপ্তি