কেরানীহাটে ইছালে সাওয়াব মাহফিল

17

আল্লামা সাইখ মুহাম্মদ আব্দুল হাই নদভী বলেছেন, যাকাত হচ্ছে আল্লাহ তায়ালার নির্ধারিত ফরজ। এটি গরীবের হক। এটি দয়া কিংবা করুনা নয়। যাকাত দেওয়ার সময় একমাত্র আল্লার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে সন্তোষ্ট করার জন্যই দিতে হবে। যদি আমরা আমাদের জীবনের চলা-ফেরা, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আল্লাহকে খুশি করার জন্য করতে পারি তাহলেই আমরা পরিপর্ণ ঈমাণদার হতে পারব। এ জন্যই আল্লাহর হুকুম আহকাম সকলকে মেনে চলতে হবে। তিনি গত ২৩ নভেম্বর সাতকানিয়ার কেরানীহাট মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও কেরানীহাট ট্রাক চালক সমবায় সমিতি লিমিটেডের উদ্যেগে শাহ্ পীর মাওলানা মুহাম্মদ আখতার (র.), শাহ্ পীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার (র.) ও শাহ্ পীর মাওলানা কুতুব উদ্দিন (র.) এর ইছালে ছওয়াব মাহফিল ও সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমদ ও মাওলানা নুরুল আলম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে মাওলানা সিহাব উদ্দিন, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা এনামুল কবির, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা মোহাম্মদ ইউনুচ নুরী, মাওলানা নুরুল হক সিরাজী ও মাওলানা ক্বারী নুরুল কবিরসহ বহু ওলামায়ে কেরাম তকরির পেশ করেন। এসময় বান্দরবান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মুহাম্মদ মুছা, অধ্যাপপক সাব্বির আহমদ, কেরানীহাট ট্রাক চালক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি আবু ছৈয়দ, কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ নেজাম উদ্দিন, কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ওসমান আলী, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, ডাইরেক্টর জাহাঙ্গীর আলম, ডা. খোরশেদ আনোয়ার, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ফেরদৌস, সহ-সভাপতি নুরুল আবছার, সেক্রেটারি মনজুর আলম, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফি, সেক্রেটারি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।