প্রাথমিক শিক্ষাই হলো জীবনের মূলভিত্তি : সামশুল হক চৌধুরী

59

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শিক্ষকরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান করতে হবে। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষাজীবনের মূলভিত্তি। তাই প্রাথমিক শ্রেণিগুলোতে বন্ধসূলভ হয়ে মানসম্মত পাঠদান করার আহবান জানিয়ে আজকের শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্নধার হয়ে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সু-নাগরিক হিসেবে শিক্ষিত হিসেবে গড়ে তোলা প্রত্যেকের দায়িত্ব। তাই শেখ হাসিনা সরকার সারাদেশে নতুন স্কুল ভবন নির্মাণ, বছরের শুরুতে বিনামূল্য বই প্রদান, শিক্ষা উপবৃত্তি প্রদান, শিক্ষাসামগ্রী প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষকরা মানসম্মত পাঠদান না করলে সরকারের সকল চেষ্টা বিফলে যাবে। গত শুক্রবার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭৫ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি ফিরোজ মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত, কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামূল হক জসিম, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, আ’লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, স্কুল প্রতিষ্ঠাতা ভাই জাগির হোসেন মেম্বার, স্কুলের প্রধান শিক্ষক শেহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধূরী নবাব, ঋষি বিশ্বাস, শহিদুল ইসলাম চৌধুরী শামীম, রাজু সরকার, মুছা খান, আবু তৈয়ব, এড. অঞ্জন বিশ্বাস, রফিক আহমদ, আবদুল নবী, যুবলীগ নেতা হাসান উল্লাহ চৌধূরী, শাহ আলম মেম্বার, এনামূল হক মজুমদার, মোহাম্মদ শাহজাহান, দিদারুল ইসলাম, স্কুল কমিটির সহসভাপতি সাজেদা বেগম, সদস্য নুরুল আমিন, আবু তৈয়ব, রাবেয়া বেগম ও দেবব্রত সেন।