আনোয়ারায় ‘শিশু সুরক্ষা ও নারী নির্যাতনে আইনি সহায়তা’ সভা

44

আনোয়ারায় ‘সংশপ্তক’ এর আয়োজনে পিএইচ আর পিবিডি প্রকল্পের আওতায় ও সিডিডির সহায়তায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন রোধ ও ন্যায় বিচার প্রাপ্তিতে আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের সাথে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় আনোয়ারা থানায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এসএম দিদারুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য ও হাইলধর শিশু সুরক্ষা ওয়াচ কমিটির সভাপতি এমরানা করিম। মহিলা ইউপি সদস্য ও বারখাইন শিশু সুরক্ষা ওয়াচ কমিটির সভাপতি কাজী ফেরদৌস, বারখাইন ইউপি সদস্য কামাল উদ্দিন, হাাইলধর ইউপি সচিব ও সাধারণ সম্পাদক শিশু সুরক্ষা কমিটি শিবু পালিত। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশপ্তক এর প্রকল্পের সিডিআরপি রাশেদ জোহাইর, সিএম হাসান মনসুর, ব্রাক এর মাসুদুর রহমান সাংবাদিক খালেদ মনসুর, নির্যাতন প্রতিবন্ধী ব্যক্তির অভিবাবক, কাঞ্চনা দত্ত ওডেব এপেক্স বডির সদস্য সেলিনা আকতার, নুসরাত। প্রধান অতিথি বলেন, সমাজের গুটিকয়েক মানুষের দ্বারা নারী ও শিশুরা নির্যাতিত হয়। এদের বিরুদ্ধে সমাজের সচেতন মহল ও বিত্তবান লোকেরা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে প্রতিবাদ করে তাহলে বেশীরভাগ অপরাধ সমাধান হয়ে যায়।