আইনজীবী ড. আবুল বাশারের ইন্তেকাল

43

সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ড. মুহাম্মদ আবুল বাশার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার ভোররাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রাম ছোবহানীয় আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল হাদিস শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএল ডিগ্রি লাভসহ একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি গাউছে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর মুরিদ ছিলেন। গতকাল সকাল ১১টায় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে ১ম নামাজে জানাযা, বাদে মাগরিব চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে এবং বাদে এশা পটিয়া কমলমুন্সি হাটস্থ ওয়াইদার পাড়ার নিজ বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ড. আবুল বাশারের ইন্তেকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, হাইকোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম আইনজীবী সমতি, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা প্রভৃতি সংগঠন শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি