চন্দনাইশে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

33

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ৮ বছরের নিষ্পাপ শিশু শেখ রাসেলকে ১৫ আগস্ট হত্যা করার মধ্য দিয়ে দেশের যে কলংকিত অধ্যায় রচিত হয়েছে, তা কোনভাবেই মুছার নয়। এ জঘণ্যতম হত্যাকান্ড বিশ্বের কাছে নিন্দিত হয়েছে। শেখ রাসেল জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান। এ ছোট শিশুটিকে ও সেদিন তারা রেহাই দেয়নি। আজ তার ৫৫তম জন্ম বার্ষিকীতে তাকে স্মরণ করার মধ্য দিয়ে যুবলীগ একটি জাতীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।
বর্তমান সরকার শেখ রাসেলের নামে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেলকে স্মরণীয় করে রেখে গেছেন। গত শুক্রবার বিকালে চন্দনাইশ পৌরসভা যুবলীগের উদ্যেগে শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পৌরসভার গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক অলোচনা সভা সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন চৌধুরী, ইমরান উদ্দিন, আব্দুস ছবুর অপু, জসিম উদ্দিন, মোরশেদুল আলম, সোলতান মহিউদ্দিন, আল উদ্দিন বাবু, মনজুর আলম, সরওয়ার আলম, সাইফুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন, মাহিন চৌধুরী, হোসেন সাইমন, রেজাউল করিম প্রমুখ।