সীতাকুন্ডে মনসা মন্দির উদ্বোধন

46

সীতাকুন্ডে মনসা মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলার ১নং সৈয়দপুর কেদারখিল দুলাল দাশের বাড়িতে মন্দিরের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. আল মামুন। তিনি বলেন,‘সরকারের অনুদানের দিকে না তাকিয়ে দুলাল বিশ্বাসের মত সমাজের প্রতিটি লোক নিজ উদ্দ্যোগে এসব মঠ,মন্দিরের কাজে এগিয়ে আসতে হবে। একইভাবে সমাজের হতদ্ররিদ্র লোকদের সহযোগিতায়ও করতে হবে।’ মন্দির প্রতিষ্ঠাতা,বঙ্গবন্ধু পরিষদ বাহারাইন কেন্দ্রিয় কমিটি সভাপতি ও বাংলাদেশ হিন্দু মহাজোট বাহারাইন শাখার উপদেষ্ঠা বাবু দুলাল দাশের সভাপতিত্বে ও হিমেল দাশের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ.এম তাজুল ইসলাম নিজামী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম, সীতাকুন্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সহ-সভাপতি সুনীল দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বনিক, সাবেক সভাপতি অধ্যাপক রনজিত সাহা, যুগ্ম সম্পাদক সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক প্রতাপ নাথ, দপ্তর সম্পাদক ছোটন দাশ ও ইউপি সদস্য সাইফুল ইসলাম। অনুষ্ঠানে গীতা ও পাল্টা পুথি পাঠ করেন পটিয়ার মানিক সরকার ও চন্দনাইশের প্রদীপ কর।
সভাপতির বক্তব্য দুলাশ দাশ বলেন, ১৯৬৭ সাল থেকে আমার পূর্ব পুরুষরা আজকের উদ্বোধনকৃত মন্দিরের জায়গায় পূজা দিয়ে আসছিল। উদ্বোধনের পর মনসা মায়ের মন্দিরে সবাই পূজা দিবে,আর আমার পুর্ব পুরুষের আত্মার শান্তি পাবে।