‘কোচিং বাণিজ্য বন্ধ করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল ভালো করার চেষ্টা করুন’

47

কোচিং বাণিজ্য বন্ধ করুন ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল ভালো করার চেষ্টা করুন গত শনিবার দুপুরে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষকতাকে শুধুমাত্র চাকরি পেশা হিসেবে না নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে উপযুক্ত শিক্ষা প্রদানে শিক্ষকদের মনযোগী হওয়া উচিত। মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স›দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হুদা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর। সভায় আরো বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও স›দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, মাস্টার আবদুল মান্নান, মো. হান্নান, নজরুল, আবুল কাশেম প্রমুখ। স্কুলের শিক্ষক রফিকুল ইসলামের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, সাংবাদিক সাইফ রাব্বী, মাস্টার মো. মোছাদ্দেকুল মাওলা, আবদুল মতিন, বিমল কান্তি নাথ, ইসমতারা জাহান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন এবং স্কুল ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ২০১৪ ব্যাচের পক্ষ হতে সংবর্ধিত প্রধান শিক্ষককে সম্মাননা পদক তুলে দেয়া হয়।