বাংলার বিজয় বহরের পুনর্মিলন

40

আমেরিকায় বাংলার বিজয় বহরের পুনর্মিলন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় লস অ্যাঞ্জেলসস্থ ৪৩৫১ ওয়েস্ট পিকু বøু­বার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত মেজর সাইফ কুতুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাম্বাসেডর মিসেস লিন্ডা উইলিয়াম লুকুড। অনুষ্ঠানে বাংলার বিজয় বহরের বাজেটের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন বহরের চেয়ার মুজিব সিদ্দিকী, সম্পাদক ইসমাইল হোসাইন, সাইফুল আলম চৌধুরী, মিখাইল খান, মোহাম্মদ আবু হানিফ, ফারা সাঈদ, শামসুদ্দিন, কামরুল ইসলাম শিপু, মিথুন চৌধুরী, সুমন বড়ুয়া, শামসুল ইসলাম, সালমা ইসলাম, রাজু আহমেদ, কামরুল নাহার, ডক্টর আতিয়া মাহবুব, নয়ন বড়ুয়া প্রমুখ।
এর আগে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত সারাদিনব্যাপী বাংলার বিজয় বহর অনুষ্ঠান উদ্বোধন করেন কংগ্রেসম্যান মি. জিমি গোমেজ। সাথে ছিলেন বাংলাদেশের কমার্শিয়াল কনসাল্ট আল মামুন। বিশেষ অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান। বাংলার বিজয় বহর লস অ্যাঞ্জেলসের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছিল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়। উল্লেখ্য, বিগত ৯ বছর ধরে ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাঙালিরা বিজয় বহরের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করে আসছে। খবর বিজ্ঞপ্তির