হিন্দু মহাজোট বোয়ালখালী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

75

হিন্দু মহাজোট বোয়ালখালী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৪ ডিসেম্বর নবগঠিত কমিটির সভাপতি পলাশ মল্লিকের সভাপতিত্বে কানুনগোপাড়ার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের শুভ সূচনার মধ্যদিয়ে অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মেধসমুনি আশ্রমের অধ্যক্ষ বুলাবুলানন্দ মহারাজ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রূপেশ দাশ। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও দানবীর পংকজ দেওয়ানজী। প্রধান অতিথি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রিয় মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, সারা বাংলাদেশে কোন না কোনভাবে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন অব্যাহত রয়েছে। অথচ সরকার এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। তিনি হিন্দুদের অধিকার রক্ষায় এবং দাবি আদায়ে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন বলেও উল্লেখ করেন। তিনি হিন্দুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি আইনের গ্রহণযোগ্য কার্যকর পদক্ষেপসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছেন। এ দাবি আদায়ে সকল হিন্দুদের ঐক্যবদ্ধ হতেও বলেন। বিশেষ অতিথি এড. দীনবন্ধু রায় বলেন, হিন্দুদের অধিকার রক্ষায় সকলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। বিশেষ অতিথি অধ্যক্ষ সুজিত কুমার ঘোষ বোয়ালখালীর ঐতিহ্যবাহী অবহেলিত মেধসমুনি আশ্রমের উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। কেন্দ্রিয় যুব মহাজোটের সভাপতি কিশোর কুমার বর্মণ বলেন, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের উপর ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তার জন্য সবাইকে সোচ্চার হওয়ারও আহবান জানান। জাতীয় হিন্দু মহাজোট ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ স্কুল, কলেজে অধ্যায়নরত হিন্দু শিক্ষার্থীদের নিজ নিজ আত্মরক্ষায় মার্শালআর্ট প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ সুব্রত দাশ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিপম দাশ শেখর, সুমন পাল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস ও কিশোর দে। সম্মেলনের ২য় পর্বে সবার সর্বসম্মতিক্রমে পলাশ মল্লিক কে সভাপতি ও সুমন দে, কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বোয়ালখালী উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি