হালদা নদী রক্ষায় টহল নৌকা

24

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীব-বৈচিত্র্য রক্ষায় নদী পাহারায় নামানো হয়েছে টহল নৌকা। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টহল নৌকার কার্যক্রম উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন। এর আগেও হালদা নদীতে পাহারা দেওয়ার জন্য ৪টি নৌকা নামানো হয়েছিল। জানা যায়, হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হালদায় পাড়ের ইউনিয়নগুলোকে উপজেলা প্রশাসনের পাশাপাশি ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় হালদা নদীতে নামানো হয়েছে টহল নৌকা। এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন বলেন, উপজেলা প্রশাসন হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। কিন্তু হালদা পাড়ের মানুষরা এ নদী রক্ষায় আরও বেশি জোরালো ভূমিকা রাখতে পারেন। তাই হালদা পাড়ের ইউনিয়নগুলোকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার আহবান জানাই। এ আহবানে সাড়া দিয়ে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুব রহমান একটি টহল নৌকা তৈরি করে হালদা নদীতে পাহারা দেওয়ার জন্য প্রদান করেন। হালদায় নিয়মিত টহল নৌকা থাকলে কেউ মা মাছ শিকার করতে পারবে না বলে ইউএনও মন্তব্য করেন।