হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

17

দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত দুই দিন রাতে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন। জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯ হতে ১১টা পর্যন্ত হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর আমতুয়া অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছেন। এছাড়া গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ হতে ১০টা পর্যন্ত উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হাজার মিটার ঘেরা জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গ্রাম পুলিশ, আইডিএফের কর্মকর্তা এবং স্থানীয়রা সহযোগিতা করেছে বলে জানা গেছে।এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, হালদা নদীতে জাল দিয়ে চুরি করে মাছ শিকার করেন জেলেরা। দুই দিনের অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। হালদা নদীর জীব বৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ ধরনের অভিযান হালদা নদীতে নিয়মিত অব্যাহত থাকবে।