হাফেজ নগর দরবারে সৈয়দ ফজলুর রহমান (ক.)’র বার্ষিক ওরশ

84

চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী শাহসুফি সৈয়দ মাওলানা ফজলুর রহমান (ক.)’র ৮৭ তম বার্ষিক ওরশ মাহফিল সম্প্রতি সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ আরফাতুল হক হাফেজ নগরীর সভাপতিত্বে গাউছিয়া মাবুদ মঞ্জিলে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারী, আমীর ভান্ডর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ফখরুদ্দিন আল আমিরী, হাওলাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, শুকছড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন এহছানুল হক চিশতী, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সভাপতি পীরজাদা খাজা সৈয়দ মোহাম্মদ মোবারক আলী। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাজাদা সৈয়দ আজওয়াদ রাহীমুল হক (রাহীন), অধ্যক্ষ মাও. আবুল কাশেম আনছারী, মাও. জহুরুল আলম জিহাদী, মাওলানা সিরাজুল হক আল কাদেরী, মাও. ছিদ্দিক আহমদ নঈমী, মাও.ফয়েজ উল্লাহ খতিবী, মাও. আবু ছাদেক সায়েম, মাও. নুরুল কবির, মাও. মহিউদ্দিনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম দরবার শরীফের ভক্ত, মুরিদান। ওরস মাহফিলে বক্তারা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, এই আয়াত-মুতাসা বিহাত অর্থাৎ এই আয়াত দিয়ে রাসূল (দ.) যে মাটি এই আকিদ্বা স্থাপন করা যাবেনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলা’মিন।
এই আয়াত মুহকামাত অর্র্র্র্র্থাৎ এই আয়াত দ্বারা আকিদ্বা স্থাপন করা যাবে। আরো বলেন, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া মুক্তির জন্য অন্য কোন পথনেই। তাই এই আদর্শে আদর্শতি হওয়ার জন্য সকল ভক্ত মুরিদান ও আশেকানদের আহবান জানান। বিজ্ঞপ্তি