হাটহাজারী পূজা পরিষদের সভা

61

হাটহাজারী দেওয়াননগরস্থ শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরে সনাতনী সম্প্রদায়ের একমাত্র পূজা সমন্বয়কারী প্রতিষ্ঠান বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার গত ১৯ জুলাই উদ্যোগে আসন্ন শ্রী জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু, সুন্দর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে এক বর্ধিত সভা সংগঠনের সভাপতি মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিমন মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি মাস্টার পরিমল কান্তি দে, পূজা পরিষদের সহ-সভাপতি বিবেকানন্দ রায়, পার্থ সারথী পাল, বিজয় দত্ত, যুগ্ম সম্পাদক লিটন ভট্টাচার্য, সুজন তালুকদার, জগদীশ রুদ্র, নারায়ণ গোস্বামী, জীবন চৌধুরী, হারাধন চৌধুরী, কৃষ্ণ বনিক, ডা. আশীষ চৌধুরী, অরুণ কুমার দে, পংকজ হাজারী, প্রবীর চক্রবর্তী, তপন গোস্বামী, উপাসন ভাদুরী, যুবরাজ নাথ, রনি দাশ রকেট, সুব্রত বড়ুয়া, কাজল চক্রবর্তী, ডা. রাসেল নন্দী, সাজু শীল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মাস্টার পরিমল কান্তি দেকে আহব্বায়ক, জগদীশ রুদ্রকে সদস্য সচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট শ্রী জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি