হাটহাজারীতে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

6

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় হাটহাজারীতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ২শ টাকা জরিমানা গুনতে হয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নবাগত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। গত ২৬ জুলাই পৌর সদরের কাঁচা বাজার ও বাসস্ট্যান্ড এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজার, ধলই ইউনিয়নের কাটিরহাট, চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাট ও বড় দীঘির পাড় এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। তিনি জানান, লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখা ও নির্দেশনা অমান্য পৌর এলাকার বাজারে মাছ দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে মোটরসাইকেল, সিএনজি চালিত অটো রিকশা নিয়ে ঘুরাঘুরি করায় ১১ জনকে ৪ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।