হাটহাজারীতে মেরাজুন্নবীর তাৎপর্য শীর্ষক সভা

6

 

হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে পবিত্র শবে মেরাজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বাদ আছর আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মেরাজুন্নবী (সা.) এর তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপ-তত্ত¡াবধায়ক মোহাম্মদ আলমগীর এবং আলোচনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম ও সহকারি তত্ত্বাবধায়ক মমিনুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নিবাসী শিশু মো. হোসেন এবং নাতে রাসুল পরিবেশন করে মোস্তাকিম আহমেদ। অনুষ্ঠানে সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ, অফিস সহকারি কামরুল হাসান, শিক্ষক আরিফ হোসেন, বসু মিয়া, মো. মিনহাজ, শরীফ উদ্দিন ও নিবাসী শিশুরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নিবাসী শিশুদের মাঝে তবারুক বিতরণ করা হয়।