স্পষ্ট দখলের সংকেত

32

কলম নিয়ে বসে আছি হঠাৎ এলো সমুদ্র
শাদা কাগজের উপরে, অপেক্ষা সৈকতে
ভাসমান অস্তরাগে সে গল্প করলো একরাশ
ঢেউ নিয়ে এলো অতীত খুঁড়ে চেনা পদ্যে
দূরে ভাঙনে শব্দমালা ফড়িংএর মতো ওড়ে
গেলাস ভরে নিলাম।
জানালো কবির কলমে লেখা কী হবে, সব ফুৎকারে
উড়ে যাবে, ইচ্ছারা কার্য করে, হারানো পর্বত স্মৃতি
কেউ তাকে পাত্তা দেবেনা- তারপর দুজনে চুপচাপ
নিঃশব্দে ঢেউ ফিরে যায়, দিনাবসান দূর তারায়
খাঁড়িপথে নিশুতি রাত নামে
বয়স হচ্ছে এখন থাক,
যাবার সময় হাত ধরে জানায় ফেনায় ফেনায়
শাদা খাতার শব্দরা না জানিয়ে কোথায় চলে গেছে
ধু ধু বালিস্তরে এগিয়ে খুঁজতে গেলাম,
হারানো জবরদখল করে নেওয়া ভূখন্ড পর্যন্ত-
কান্না আর প্রার্থনা ওপর উপুড় হয়ে চিরস্থায়ী
কালো অক্ষর লাফিয়ে পড়ে সমুদ্রে,
রয়ে যায় কবিতার সপক্ষে ঝলকানির পরিচয়
অযুত নিযুতে শতাব্দী বসন্ত রূপকথায় রয়ে যায়।