সেক্টর কমান্ডারস ফোরামের স্মরণসভা কফিল উদ্দিনের মত সৎ-ত্যাগী রাজনীতিবিদ বর্তমানে বিরল

10

নীতি, আদর্শ ও সততার প্রশ্নে আজীবন আপোষহীন দেশপ্রেমিক সংগ্রামী নেতা এম কফিল উদ্দিন বাঙালির স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের বলিষ্ট সংগঠক। তার মত সৎ ও ত্যাগী নেতা বর্তমান সময়ে রাজনীতিতে বিরল। গতকাল মঙ্গলবার সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে সংগঠনের মহানগর শাখার সাবেক সভাপতি, প্রাক্তন সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা একথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে ও নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আন্দরকিলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন মো. সেলিম চৌধুরী, আবদুল মালেক খান, সেলিম রহমান, কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়–য়া, মঈনুল আলম খান, আবদুর রহিম, শহিদুল আলম লিটন, এস এম রাফি, শেখ রাশেদ মনির, মরহুমের সন্তান মাওলানা ওয়াহেদ মুরাদ প্রমুখ। সভায় স¤প্রসারিত বাকলিয়া ডিসি রোড মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের নামে নামকরণের জন্য চসিকের প্রতি দাবি জানানো হয়। সভার পরে মরহুমের কবরে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি